সকল এইচএসসি পরিক্ষার্থী 2019 এর অবগতির জন্য জানানো যচ্ছে যে, তোমাদের এইচএসসি পরিক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। এইচএসসি ও সমমানের পরিক্ষা আগামি 01/04/2019 একসাথে অনুষ্ঠিত হয়ে 21/25/2019 এর মধ্যে শেষ হবে। নিচে এইচএসসি পরিক্ষার সময়সূচী দেওয়া হলো।
এইচএসসি পরিক্ষার নির্দেশনাঃ
পরিক্ষার শুরুতে বহুনির্বাচনি ও পরে রচনামূলক অংশের পরিক্ষা হবে। এমসিকিউ মোট 30 মার্কে পরিক্ষা হবে, মোট সময় থাকবে 30 মিনিট। সৃজনশীল মোট 70 মার্কে পরিক্ষা হবে, সময় থাকবে 2ঘন্টা 30 মিনিট। যে সব বিষয়ের ব্যবহারিক আছে সেগুলোর এমসিকিউ হবে 25 মার্কের সময় থাকবে 25 মিনিট ও সৃজনশীল এর জন্যে 2 ঘন্টা 35 মিনিট সময় থাকবে।
এবার প্রশ্ন ফাঁস রোধে আইন-শৃঙ্খলা বাহিনী সহ মোট 28 টি ইউনিট কাজ করবে।
No comments:
Post a Comment