Breaking

Saturday, February 23, 2019

এইচএসসি ও ভর্তি পরিক্ষার জন্য ইংরেজী যেভাবে পড়বে | HSC AND ADMISSION TEST ENGLISH

এইসএসসি পরিক্ষার্থী বন্ধুরা আসাকরি সকলে ভাল আছো। সমনে ‍পরিক্ষা তাই সবাই টেনশনে আছ। ইংরেজী  কিভাবে পড়বা, কি কি পড়বা এ চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার ভর্তি পরিক্ষার টেনশন তো আছেই। যাই কিভাবে এক ঢালে দুই পাখিঁ কিভাবে মারা যায় তা আজকে আলোচনা করব।
বেশির ভাগ স্টুডেন্ট ইংরেজিতে রেজাল্ট খারাপ করে। আর ইংরেজিতে ভাল রেজাল্ট করতে না পারলে ভাল জায়গায় চান্স পাবে না। তাই ইংরেজিটাকে অনেক গুরুত্ব দিতে হবে।

যেভাবে ইংরেজী পড়বে

১. ইংরেজি ১ম এবং ২য় পত্র মেইন বুকে বেশি সময় দিবে। আগে মেইন বই ভাল করে পরবা দেন অন্য সাজেশন বা অন্য যেসব বই আছে তা পরবা। মনে রাখবে যত প্রশ্ন আসবে সব তোমার মেইন বই হতে আসবে। অন্য বই শুধু বেসিক জ্ঞান অর্জন করার জন্য পরবে।
২. কয়েকটি অংশে ভাগ করে আলাদা আলাদা সময় দরে পরবা। যে অংশ কঠিন লাগে সে অংশে বেশি সময় দাও। পড়ার টেবিলে বসেই কঠিন অংশটা পড়বে না, আগে সহজ অংশাটি পড়। আগেই কঠিন অংশ ধরলে পড়ার মাণসিকতা নষ্ট হয়ে যেতেপারে।
৩. ইংরেজি ১ম পত্রের ভোকাবুলারিগুলো মুখস্ত করে ফেল। প্রতিদিন কমপক্ষে 20 টি শব্দ মুখস্ত করে ফেল। এতে করে ইংরেজিটা অনেক সহজ হয়ে যাবে। শব্দের অর্থ জানা থাকলে সহজেই যে কোন আনসার করতে পারবে। ভর্তি পরিক্ষার ক্ষেত্রে ভোকাবুলারি জ্ঞান অত্যাধিক গুরুত্বপূর্ণ ।
৪. গ্রামার, রাইটিং অংশ মুখস্ত করার চেয়ে বুঝে পড়ার প্রতি গুরুত্ব দাও। মুখস্ত করাটা যেকোন সময় ভূলে যাবে। তাই যতটুকো সম্ভব লাইন বাই লাইন বুঝে বুঝে পড়বে। এতে করে পরিক্ষায় কমন না আসলেও নিজে বানিয়ে লেখতে পারবে।
৫. ইংরেজি গ্রামার অংশের রুলস মুখস্ত করার পাশাপাশি উদাহরণ গুলো ঠুটস্ত করে ফেল। রুলস ভুলে গেলেও উদাহরণ গুলো মনে রাখতে পারলে সহজেই আনসার করতে পারবে।
৬. প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা ইংরেজি পরবে । এর মধ্যে তিন ঘন্টাকে আবার অয়েকটি ভাগ করে কিছু সময় প্যছেজ, কিছু সময় ভোকাবুলারি, কিছু সময় গ্রামার অংশ, কিছু সময় রাইটিং অংশ পড়বে। প্রতিদিন এই ভাবে পড়লে তুমি সফলতা অর্জন করতে পারবে।

৭. ভার্সিটির বড় ভাই, ক্লাস টিচারদের সাথে ভাল সম্পর্ক্য রেখে মাঝে মধ্যে পরামর্শ নিবে।

 অনেক বকবক করছি আজকের মত এখানেই শেষ করব। লেখার মধ্যে কিছু বানান ভূল থাকতে পারে এর জন্যে আমি ক্ষামাপ্রার্থী। ( লেখা-লেখির অভ্যাস নাই, তারপরও লেখার চেষ্টা করছি)
খোদা হফেজ
ধন্যবাদ

No comments:

Post a Comment