Breaking

Wednesday, February 20, 2019

এইচএসসি ও ভর্তি পরিক্ষার প্রস্ততি বাংলা । HSC And Admission Test Exam Preparetion Bangla

"এইচএসসি+ভার্সিটির জন্য এক ঢিলে দুই পাখি শিকার"
"এইচএসসি ২০১৯/২০"
বিষয়ঃ বাংলা।


এইচএসসি ও ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য বাংলা গুরুত্বপূর্ণ বিষয়। এইচএসসিতে প্রায় স্টুডেন্ট ই ৫ পায়না এমনকি ভার্সিটি ভর্তি পরীক্ষায়ও বাংলাতে ফেইল করে। ঢাবির বি/ডি ইউনিটে বাংলায় ব্যর্থতার কারণে অনেকের ই ভার্সিটির স্বপ্ন শুধু স্বপ্ন ই রয়ে গেল। অনেক স্টুডেন্ট ই ইংলিশ জিকেতে ভাল করেও বাংলায় ফেইল করে। সুতরাং বুঝা ই যাচ্ছে আমাদের জন্য এই সাবজেক্ট টা কেমন গুরুত্বপূর্ণ।
আর মজার ব্যাপার হল আমরা যদি একটু কেয়ারফুল হই তাইলে এইচএসসি এর আগেই শুধুমাত্র এইচএসসি সিলেবাস থেকেই ভার্সিটির বি/সি/ডি ইউনিটে বাংলায় পাশ নিশ্চিত করতে পারি। একাডেমিক সিলেবাসের একটু বাইরেও আমাদের পড়তে হবেনা। আর এর জন্য কিভাবে পড়লে আমাদের এইচএসসি+ভার্সিটি উভয় ক্ষেত্রে ভাল মার্ক্স পাব সেটাই এখন তুলে ধরছি।
#বাংলা_১ম_পত্র: ঢাকা ভার্সিটির বি/সি/ডি ইউনিট এর প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি বছরই উচ্চ মাধ্যমিক বাংলা ১ম পত্র বই এর কবিতা ও গদ্য থেকে ৬-৮টা প্রশ্ন থাকে। অনেক সময় এর বেশিও থাকে। তার মানে যদি ৮টি প্রশ্নও ধরি তাইলেও আমাদের ভার্সিটি পরীক্ষায় বাংলায় পাশ নিশ্চিত। আর উল্লেখ্য যে, "খ" ইউনিটে কবি পরিচিতি বা সাহিত্য থেকে প্রশ্ন থাকেই না বললেই চলে। তাই তাই কবি পরিচিতি এর গুরুত্বটা কম দেওয়া যায়। কিন্ত গ ও ঘ ইউনিটে কবি পরিচিতি ও সাহিত্য থেকে ১/২টা থাকে। নাটক উপন্যাস থেকে আগে প্রশ্ন আসতোনা কিন্ত গত দুই বছর বি ইউনিটে দুই তিনটি প্রশ্ন ছিল।
#বাংলা_২য়_পত্র: ভার্সিটি ভর্তি পরীক্ষায় ২য় পত্রের ব্যাকরণ থেকেও ৬-৮ টা প্রশ্ন থাকে। আর ব্যাকরণের জন্য একটাই বই তা হল নবম দশম শ্রেণীর মাধ্যমিক বোর্ড ব্যাকরণ বই। এইচএসসি সিলেবাসে আমাদের সমাস, প্রকৃতি ও প্রত্যয়, উপসর্গ, পদপ্রকরণ, বানানশুদ্ধি, শুদ্ধ উচ্চারণ, বাক্য প্রকরণ, শুদ্ধ বাক্য, পারিভাষিক শব্দ এই টপিকগুলো পড়তে হয়। আর এই টপিকগুলো থেকেই ভার্সিটি ভর্তি পরীক্ষায় ৪-৫টি প্রশ্ন থাকেই।
সুতরাং দেখা যাচ্ছে আমাদের একাডেমিক সিলেবাস থেকেই নিশ্চিত ১০-১২+ প্রশ্ন পেয়ে যাচ্ছি। এখানেই ১৫ মার্ক্সে মত চলে আসে যার পাশ মার্ক মাত্র ৮। তাইলে এখন বাড়তি কেন পড়তে যাব। এগুলোইত শেষ করা আমার জন্য অনেক কিছু। তো এখন ই এই সিলেবাসটা এমনভাবে শেষ করে ফেলি যেন এইচিএসসি+ভার্সিটি উভয় ক্ষেত্রে ভাল করতে পারি। আর একেই বলে এক ঢিলে দুই পাখি শিকার😎
এখন আসি #কিভাবে_পড়তে_হবে: সিলেবাসে থাকা ১২টি প্রবন্ধ ও ১২টি কবিতার লাইন বাই লাইন বারবার পড়তে হবে। ১ম পত্রের এই প্রবন্ধ/কবিতা থেকে শূন্যস্তান, প্রথম লাইন/শেষ লাইন, কবিতার আগের লাইন/পরের লাইন আসতে পারে। আবার একটা শব্দ দিয়ে বলতে পারে শব্দটি কোন প্রবন্ধ/কবিতায় উল্লেখ আছে। তাই এমনভাবে পড়তে হবে যেন মুখস্ত হয়ে যায়। একবারে মুখস্ত করতে হয়না কিন্ত কিন্ত বারবার পড়লে এমন একটা ধারণা আসে যে একটা শব্দ বললেই লাইনটি বলে ফেলা যায়। তাই এমনভাবে পড়তে হবে যেন কোন লাইনের শূন্যস্থান দিলেও মিস না হয়। এমনভাবে কবিতাগুলা পড়বে হবে যেন একটা লাইন বললেই আগের লাইন, পরের লাইন মনে এসে পড়ে যায়।
আর প্রশ্ন বেশির ভাগ প্রবন্ধ ও কবিতাগুলোর শব্দার্থ বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি শব্দার্থ একদম ঠোঁটের আগায় রাখবে😎
আমাদের যেহেতু এইচএসসি পরীক্ষার জন্য ১ম পত্র পড়তেই হবে তাই এখন ই ভাল করে প্রবন্ধ ও কবিতাগুলো এভাবেই শেষ করে ফেলো। ২০ ব্যাচ এর সামনে অনেক সময় তাই খুব ভাল করে পড়ে নিবে। আর একটা এখন কোন গাইড বই বা টেস্ট পেপার নিয়া সময় না কাটিয়ে বারবার বাংলা ১ম পত্র বইয়ের রিডিং পড়াটা বেশি কার্যকরী। শুধুমাত্র অনুধাবনমূলক প্রশ্নগুলো গাইড থেকে পড়ে রাখতে পারো। এর বাইরে গাইড/টেস্ট পেপার পড়ার দরকার নাই। এইচএসসি এর পরীক্ষার আগেই এমনভাবে বইটা সম্পর্কে ধারণা নিয়ে নাও যেন মুখস্থ এর মত হয়ে যায়। এতে করে এইচএসসি পরিক্ষায়ও অনেক ভাল করবে+ভার্সিটি প্রিপারেশনে ভার্সিটির জন্য বাংলার অর্ধেক প্রিপারেশন হয়ে যাবে। আর নৈবক্তিক বা সৃজনশীল কোনটার ই সমস্যা থাকবেনা ইইনশাল্লাহ😎
এছাড়া এইচএসসির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও কবিতার শর্ট সাজেশন দিচ্ছি।
#প্রবন্ধ:
১/ বিড়াল
২/ অপরিচিতা
৩/ আমার পথ
৪/ রেইনকোট
৫/ বায়ান্নের দিনগুলো
#কবিতা:
১/ বিভীষণের প্রতি মেঘনাদ
২/ ঐকতান
৩/ সাম্যবাদী 
৪/ আঠারো বছর বয়স।
এই প্রবন্ধ ও কবিতাগুলো এমনভাবে পড়ে রাখবে ধরে রাখো যে এখান থেকেই নূন্যতম ৪টি সৃজনশীল প্রশ্ন আন্সার করবে।
এখন প্রশ্ন থাকে উপন্যাস ও নাটক থেকে ভার্সিটি প্রশ্ন হয় কি না। এটার উত্তরে বলা যায় হয়না। কারণ পূর্বে কখনো আসেনি নাটক উপন্যাস থেকে কিন্ত গত দুই বছর একদুইটি প্রশ্ন আসছিল। তাই সামনে দিয়ে দিলেও অস্বাভাবিক কিছুনা। এখন সময় আছে। কয়েকবার ভাল করে পড়ে নিলে পরে বাড়তি চাপ লাগবেনা।
আর ২য় পত্রের বিষয়ে যা বলতে হয় তা হল নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ থেকে উল্লিখিত ব্যাকরণগুলো এখন ই ভাল করে পড়ে রাখলে বাংলা নিয়ে চিন্তা বাদ। আর পরীক্ষার্থীরা সমাস, প্রত্যয়, শুদ্ধবানান, শুদ্ধ উচ্চারণ, পারিভাষিক শব্দ এই টপিকগুলো এখন বিস্তারিত পড়তে না পারলে শুধুমাত্র বোর্ড থেকেই মুখস্ত করে যাও। ১০০% কমন পড়বে ইনশাল্লাহ। এখন যারা ১ম বর্ষে আছো, তোমরা প্রথমে নবম দশম শ্রেণীর বই থেকে ব্যাকরণ পড়ার পর বোর্ড প্রেক্টিস করো। ইনশাল্লাহ এক ঢিলে দুই পাখি শিকার হবেই।

শুভ কামনায়
মোঃ মহিউদ্দিন 
আইন, ঢাবি।





Copy From Du Group Link Here

No comments:

Post a Comment