Breaking

Friday, March 22, 2019

জাতীয় বিশ্ববিদ্যালয় 2017-2018 মাস্টার্স দ্বিতীয় ও সর্বশেষ রিলিক স্লিপ আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ | Masters Admission Release Slip Notice


National University Masters Admission Release Slip Notice 2019


2017-2018 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন 25 মার্চ বিকাল ০৪ টা থেকে শুরু হয়ে ০১ এপ্রিল 2019 রাত ১২ টা পযর্ন্ত চলবে। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি কর্যক্রমে, ক.যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, খ, ভর্তি  বাতিল করেছে, গ. যে সকর প্রার্থী দ্বিতীয় পর্যায়ে প্রথমিক আবেদন করেছে এবং সংশ্লিস্ট কলেজ কর্তৃক যাদের প্রাথমিক আবেদন নিশ্চিত করেছে, সে সকল প্রার্থীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ২য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।


রিলিজ স্লিপের আবেদন নিন্মোক্ত সময়সূচী অনুযায়ী সম্পূর্ণ করতে হবে


No comments:

Post a Comment