Breaking

Monday, April 8, 2019

এইসএসসি পরিক্ষা 2019 রুটিন পরিবর্তন - HSC exam 2019 Routine change

#HSC পরীক্ষা রুটিন আংশিক পরিবর্তন:

২০১৯ সালের এইচএসসি পরিক্ষার রুটিন আংশিক পরিবর্তিন করা হয়েছে। রবিবার সকালে এ তথ্য দেন অধ্যাপক মু. জিয়াউল হক।



আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক রোববার সকালে তিনি এক বৈঠকে বলেন আগামি ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকালে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকালে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকালে নেওয়া হবে।


এছাড়া ৪ মে এবং ৬ মে এর পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকালে নেওয়া হবে বলে জানান তিনি।জিয়াউল বলেন, “শবে বরাতের কারণে এক দিনের এবং পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অন্য চার দিনের পরীক্ষা সূচি বদলে দেওয়া হয়েছে।”


বাংলাদেশে এবার শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল রাতে, আর সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল।২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবে বরাতের ছুটি নির্ধারিত ছিল, সেই হিসেবে পরীক্ষার তৈরি করা হয়েছিল।


গত ১ এপ্রিল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।


আগামী ১১ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ১২ মে শেষ হবে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।


সূত্র- বিডিনিউজ24

1 comment:

  1. আপনার পোস্ট গুলো অনেক সুন্দর
    ।এই নিয়ে আমিও পোস্ট করছি আপনি চাইলে আমার post দেখতে পারেন
    আমার সাইট

    ReplyDelete