আগামি ৬ মে প্রকাশ হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরিক্ষার রেজাল্ট। সেদিক একসাথে প্রকাশ করা হবে সকল এসএসসি ও মাদরাসা বোর্ডের রেজাল্ট। ৬ মে বিকাল ০২.০০ মিনিটে বোর্ডের নির্দ্রিষ্ট ওয়েবসাইট থেকে রেজাল্ট জানা যাবে।
2019 সালের এসএসসি পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১০লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র এবং ১০লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী । শিক্ষামন্ত্রী দিপু মনি জানান, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ছাত্রের তুলানায় ৬ হাজার বেশি ছাত্র পরীক্ষায় অংশ্রহন করেছে।
এসএসসি ও সমমান পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম
অনলাইনে দেখার জন্যে এই সাইটে যেতে হবে http://www.educationboardresults.gov.bd/
অথবা www.eboardresults.com পরিক্ষার নাম, বছর, বোর্ড ও রোল দিয়ে সাবমিট করতে হবে।
এস এম এস এম মাধ্যমে দেখার জন্যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন , SSC <স্পেস> আপনার বোর্ডের প্রথম তিনটি অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাশেল বছর এবং পাঠিয়ে দিন 16২২২ নম্বরে ।
যেমন:- আপনি এস এস সি পরিক্ষার রেজাল্ট দেখবেন সেজন্য আপনাকে টাইপ করতে হবে SSC পরে যে বোর্ড হতে পরিক্ষা দিয়েছেন সেই বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন আক্ষর স্পেস দিয়ে রোল স্পেস দিয়ে পাশের বছর।
SSC DHA 102010 2019 লেখার পর 16222 নাম্বারে পাঠাতে হবে।
বিভিন্ন শিক্ষাবোর্ডের শর্টকোড:
- DHA = Dhaka Board
- BAR = Barisal Board
- SYL = Sylhet Board
- COM = Comilla Board
- CHI= Chittagong Board
- RAJ = Rajshahi Board
- JES = Jessore Board
- DIN = Dinajpur Board
- MAD = Madrasah Board
রেজাল্ট দেখতে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment