জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদনের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স ২০১৯-২০২০ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশ কাল 28/07/19 । অনার্স ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.admissions.nu.edu.bd
nu.edu.bd/admissions এ প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদনের সময়সীমা
আবেদন শুরু - ১ সেপ্টেম্বর ২০১৯
আবেদন শেষ - ১৫ সেপ্টেম্বর ২০১৯
অনলাইন আবেদন ফরম জমাদানের সময়- ১৬ সেপ্টেম্বর ২০১৯
ক্লাস শুরু হবে ১ অক্টোবর
আবেদন করা যাবে www.nu.ac.bd/admissions থেকে।
আবেদনের যোগ্যতা
অনলাইন আবেদন করার নিয়ম
আবেদনকারীকে nu.edu.bd/admissions এ গিয়ে অনার্স টেব এ ক্লিক করতে হবে। এপ্লাই নাউ এ ক্লিক করলে একটি ফরম আসবে তা আপনার পরিক্ষার রোল এসএসসি ও এইচএসসি, পাশের বছর সহ যে সকল তথ্য চেয়েছে তা দিয়ে ফরম ফিলাপ করতে হবে। আপনার পছন্দমত কলেজ সিলেক্ট করতে হবে। আপনি আপনার জেলা ও থানা সহ যে কোন জেলার কলেজ সিলেক্ট করতে পারবেন। এখন যে কোন সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সাবজেক্ট অবশ্যই ভেবে চিন্তে সিলেক্ট করবেন করণ সব সাব আপনি নাও পেতে পারেন। তারপর পাসপোট সাইজের স্কেন করা একটি ছবি আপলোড করতে হবে, ছবি অবশ্যই আবেদনকাররির হতে হবে। ছবির মাপ 120*150 পিক্সেল হবে। উপরের সম্পূর্ কাজ শেষ হলে সবমিট এ ক্লিক করতে হবে। আপনাকে রোল ও পিন দিবে নোট করে রাখতে হবে। সকল কাজ শেষ হলে প্রিন্ট করে নিতে হবে। সবমিট করার আগে অবশ্যই সব ঠিক আছে কিনা দেখে নিবেন।
নিচের ছবি দেখুন-
জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদনের সময়সীমা:-
ReplyDeleteআবেদন শুরু - ১ সেপ্টেম্বর ২০১৯
আবেদন শেষ - ১৫ সেপ্টেম্বর ২০১৯
অনলাইন আবেদন ফরম জমাদানের সময়- ১৬ সেপ্টেম্বর ২০১৯
ক্লাস শুরু হবে ১ অক্টোবর
আবেদন করা যাবে
আবেদনের যোগ্যতা:-
যে সকল ছাত্র-ছাত্রীরা 2016/2017 এসএসসি ও 2018/2019 এইচ এস সি দিয়েছে তারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য নূন্যতম জিপিএ 2.00 লাগবে। যাদের জিপিএ 2.00 এর কম তারা আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে ডিগ্রী পাস কোস ভরি্ হতে পারবে।
এখন আর দোকানে যেতে হবে না আপনি আপনার ঘরে বসেই ন্যাশনাল ইউনিভার্সিটি আবেদন করতে পারবেন।
আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কল করতে পারেন।
আমার নাম্বারঃ- ০১৬২৭-৪২৮৯৫১
My Page Link:- https://web.facebook.com/National-University-Online-Apply-688640164893127
ধন্যবাদ
আপনার পোস্ট গুলো অনেক সুন্দর ।এই নিয়ে আমিও পোস্ট করছি আপনি চাইলে আমার post দেখতে পারেন
ReplyDeleteজাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০