পুরুষের যৌন ব্যাধির কয়েকটি ঔষধ
1. ডাবের পানিতে ইউসুফগুল ভিজিয়ে আখের গুড় দিয়ে সেবন করলে যৌনব্যাধি প্রশমিত হয়।
2. ত্রিফলা চূর্ণ, অশ্বগন্ধা, আলকুশী বীজ, যহঝজ্ঞ ডুমুর, শিমুল-মূল চূর্ণ সমপরিমাণ নিয়ে মধুর সঙ্গে মেখে সকালে সন্ধায় সেবন করলে যে কোন রকম যৌনদুর্বলতা থেকেই রেহাই পাওয়া যায়।
3. ত্রিফলা, তালমুলী এবং শিমুল মুল সমপরিমাণ চূর্ণ নিয়ে তালমিশ্রিতে শোধন করে মধুর সঙ্গে মেখে নিতে হয়। পরে এক পোয়া ওষূধে সিকি তোলা স্বর্ণসিন্দুর মিশিয়ে 1 তোলা করে, সকালে বিকালে সেবন করলে যে কোন দুর্বল লোক নব যৌবন ফিরে পায়। তবে এটি দীর্ঘদিন সেবন করতে হবে।
4. যৌনব্যাধির সবচেয়ে বড় ঐষধ হচ্ছে ঘন ঘন যৌনক্রিয়া থেকে বিরত থাকা।
5.স্ত্রীর মধ্যে উত্তেজনার সৃষ্টি না করে যে স্ত্রীর সঙ্গে মিলে, সে নিজেই তার সর্বনাশ ডেকে আনে এবং কোন ঔষধেই সে স্বামী ভাল হতে চায় না।
মুল লেখক
কুতুব উল আকতাব অধ্যাপক (অবঃ) আলহাজ্জ হযরত মাওলানা
মোহাম্মদ আযহারুল ইসলাম সিদ্দিকী সাহেব (রহঃ)
বি.এ (অনার্স), এম.এ, এফ.এম,এল,এল,বি (ঢাকা বিশ্ববিদ্যালয়) পীর সাহেব, মানিকগঞ্জ
tag-বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা - পুরুষের যৌন ব্যাধির কয়েকটি ঔষধ, health tips bangla, health bangla,
No comments:
Post a Comment