Breaking

Saturday, May 30, 2020

এস এস সি ও দাখিল পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম বিস্তারিত SSC And Dakhil Exam Result 2020




SSC And Dakhil Exam Result 2020

করোনা ভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এস এস সি 2020 এর ফলাফল প্রকাশ করা হবে আজ। আজকে রবিবার সকাল 10 টার সময় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে রেজাল্ট প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পর ফেসবুক লাইভ এর মাধ্যমে দুপুর 12 টার ‍দিকে ফলাফল প্রকাশ করবেন ড. দিপু মনি।

রেজাল্ট জানার উপায়

করোনা মহামারির কারণে স্কুলে গিয়ে রেজাল্ট জানার সুযোগ থাকছে না। থাকছে প্রাক নিবন্ধনের সুযোগ। প্রাক নিবন্ধন করে রাখলে শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নাম্বারে আগে থেকেই মেসেজের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
প্রাক-নিবন্ধনের নিয়ম
প্রাক-নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ কাটা যাবে।

কিভাবে রেজাল্ট দেখা যাবে


অনলাইনে এবং এস এম এসের মাধ্যমে এসএস সি ও দাখিল পরিক্ষার রেজাল্ট দেখা যাবে। 

অনলাইনে দেখার জন্য-  www.educationboardsresult.gov.bd 
or  www.eboardresults.com  প্রবেশ করুন। 
নিচের ছবির মত পুরণ করে সাবমিট লেখাতে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবেন।



এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন - 


SSC/DAKHIL<space> first three letters of the board’s name <space> Roll number<space>2020” and send this sms to 16222.

নিচের মত করে 

SSC DHA 321654 2020 sent to 16222


যে কোন সমস্যা হলে কমেন্ড করে জানাবেন। লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ



2 comments:

  1. I need unique adsense approval and premium website template.in free.do you help me plz

    ReplyDelete